শিরোনাম
অত্যাধুনিক "রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার" উদ্বোধন করলেন রেঞ্জ ডিআইজি মহোদয়।
বিস্তারিত
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহে স্থাপিত অত্যাধুনিক 'রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার'-এর শুভ উদ্বোধন করেন অত্র রেঞ্জের সুযোগ্য ডিআইজি ড. মো: আশরাফুর রহমান মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
পরবর্তীতে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার
সময় ডিআইজি মহোদয় রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত অপস মনিটরিং ইউনিট, মিডিয়া সেন্টার, আইসিটি ইউনিট এবং রেঞ্জ কন্ট্রোলের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় ডিআইজি মহোদয় বলেন অত্র রেঞ্জের ৩৬ টি থানার কার্যক্রম সিসি ক্যামেরা ও বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হতে মনিটর করা হবে। ফলে জনগণের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে থানাগুলোর কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), জনাব মেসবাহ উদ্দিন ; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।