Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিস্তারিত
[২৪ অক্টোবর ২০২৩ খ্রি.]


ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম সেবা। এসময় আরো উপস্থিত ছিলেন 
অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা; পুলিশ সুপার (অপারেশনস্)জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার); পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফারুক হোসেন। 
আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা; পুলিশ সুপার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ জনাব খন্দকার খালিদ বিন নূর; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোরশেদা খাতুন;  সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব মোঃ ফারুক আহমেদ সহ অত্র অফিসের  অন্যান্য কর্মকর্তাগণ।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয় একজন অত্যন্ত সৎ, দক্ষ ও পেশাদার অফিসার। তিনি তাঁর  অত্যন্ত সমৃদ্ধ ও বর্ণাঢ্য কর্মজীবনে জনগণকে প্রকৃত পুলিশি সেবা প্রদানে বদ্ধপরিকর ছিলেন। আইনের শাসন শাসন প্রতিষ্ঠায় সদা তৎপর ছিলেন। তিনি আচার-আচরণ, ব্যক্তিত্ব, মানবিকতা ও কোমলতায় একজন অনন্য ও অসাধারণ একজন মানুষ।
তিনি তার পুরো কর্মজীবনে অসামান্য কর্ম দিয়ে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থা ও ভরসার স্থল, অসহায়ের সহায় এবং শোষিতের ন্যায় বিচার পাওয়ার জায়গায়। মানুষের আইনী সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সদা আন্তরিক ও তৎপর ছিলেন তিনি। এ বিষয়ে নিজে যেমন আন্তরিক ছিলেন, তেমনিভাবে অধীনস্তদেরও মানুষকে সেবা প্রদানে সর্বদা যথাযথ নির্দেশনা প্রদান ও উৎসাহ দিয়ে গেছেন। 
কর্মজীবনের অত্যন্ত ব্যস্ততার মাঝেও তিনি তার সৃজনশীল মনন চর্চা অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে তার ভিন্ন ভিন্ন আঙ্গিকের কয়েকটি গুরুত্ত্বপূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে । 
বক্তারা বিদায় অতিথি ও তার পরিবারের সুখী, সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/10/2023
আর্কাইভ তারিখ
29/03/2024