Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জয়িতা অন্বেষণে বাংলাদেশ-"ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা" অনুষ্ঠিত।
বিস্তারিত
১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রোজ রবিবার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ কর্তৃক ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়। ডিআইজি মহোদয় তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশে নারীদের অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে বৈচিত্র্যপূর্ণ সম্ভাবনা এবং অবদানের কথা তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের আবশ্যকতা ও গুরুত্ব আলোচনা করেন। 
জনাব উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব নাজমা মোবারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কেয়া খান, মহাপরিচালক (গ্রেড-১), মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা;  জনাব মোঃ এহতেশামূল আলম সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ জয়িতাদের নির্বাচিত করা হয়েছে। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে- জনাব আনার কলি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- জনাব আসমা আক্তার, সফল জননী নারী- জনাব মোছা: নুরজাহান খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- জনাব মোছা: সালমা বেগম (মীর সালমা), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- জনাব শামীমা আক্তার (সুমি)।রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের পক্ষ থেকে পুরস্কার বিজয়ী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2024
আর্কাইভ তারিখ
26/06/2024