শিরোনাম
"জামালপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রেঞ্জ ডিআইজি মহোদয়"
বিস্তারিত
রবিবার (১৩ অক্টোবর ২০২৪) জামালপুর জেলা পুলিশ কর্তৃক শারদীয় দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে জেলার সদর ও মাদারগঞ্জ থানার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যাবস্থায় পুলিশি তৎপরতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি
পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জামালপুর জেলা পুলিশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় গৃহীত পদক্ষেপের ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), রেঞ্জ অফিস, ময়মনসিংহ, জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ সোহরাব হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।