[১৪ আগস্ট ২০২৩খ্রিঃ]
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ মাল্টিপারপাস হলে এক বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজিপি (গ্রেড-১) স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।
কল্যাণ সভায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় জুন-২০২৩ মাসের সার্বিক আভিযানিক সাফল্যের অভিন্ন মানদণ্ডে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাগণ ও ইউনিটকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়,
শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সুমন মিয়া, শ্রেষ্ঠ ওসি হিসেবে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে কোতয়ালি মডেল থানার এস আই(নি:) মোঃ আজগর আলী, শ্রেষ্ঠ বিট অফিসার, ত্রিশাল থানা এসআই (নিঃ) মোঃ কাকন মিয়া,
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী দেওয়ানগঞ্জ মডেল থানা, এএসআই (নিঃ) মোঃ শাহ আলম দের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথি মহোদয় পুলিশি সেবা প্রদানে সর্বদা জনগণের সাথে উত্তম আচরণ করতে নির্দেশ প্রদান করেন। জনগণকে কোনরূপ হয়রানি করতে নিষেধ করেন। মাদক নির্মূলে জিরো টলারেন্স প্রদর্শন করতে বলেন। জনগণের জানমাল ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম সেবা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি অফিস ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস