Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “মহান বিজয় দিবস-২০২৪” উদযাপন
বিস্তারিত

সোমবার (১৬ ডিসেম্বর) ‘মহান বিজয় দিবস-২০২৪’ ও গৌরবময় বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন আয়োজনে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম, ময়মনসিংহের পুলিশ  সুপার জনাব মো: আজিজুল ইসলামসহ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও কারা কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে ডিআইজি মহোদয় সকাল ৯:৩০ ঘটিকায় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধন পরবর্তীতে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ মহোদয় এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

সকাল ১০:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলা শুটিং কমপ্লেক্সে আয়োজিত শুটিং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডিআইজি মহোদয়।

পরবর্তীতে ১১:০০ ঘটিকায় টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিজয় দিবসের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মহোদয় বিজয় দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/12/2024
আর্কাইভ তারিখ
30/04/2025