শিরোনাম
পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে ট্রাফিক ও বাজার ব্যবস্থাপনা এবং ঈদ বাজারের নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন।
বিস্তারিত
রবিবার (২ মার্চ ২০২৫ খ্রি.) রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইনস ময়মনসিংহের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) ১২.০০ ঘটিকার সময় 'পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে ট্রাফিক ও বাজার ব্যবস্থাপনা এবং ঈদ বাজারের নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন' অনুষ্ঠিত হয়। ড. মো: আশরাফুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার হোসেন, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; জনাব মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) , রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; জনাব কাজী আখতার উল আলম, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ।
ডিআইজি মহোদয় তার বক্তব্যে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তা হুমকি পর্যালোচনা পূর্বক অত্র রেঞ্জাধীন জেলা সমূহে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন। পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের বিভিন্ন গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। তিনি আরো বলেন স্থানীয় অংশীজনদের সহায়তায় স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে যানজট নিরসনসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উঠে আসা বিষয়গুলো নিয়ে কথা বলেন ডিআইজি মহোদয়। একই সাথে সকল শ্রেণী পেশার নাগরিকগণকে যথাযথভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে সার্বিক সহায়তা করার জন্য অনুরোধ করেন ডিআইজি মহোদয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মহোদয়ের তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় বিভাগীয় প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে । পবিত্র রমজান মাসে এবং আসন্ন ঈদ এই জনপদের মানুষ নির্বিঘ্নে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় তার বক্তব্যে ময়মনসিংহ জেলাকে ঘিরে তার নিরাপত্তা পরিকল্পনা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে চলমান বিভিন্ন অভিযানের সাফল্য সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন। এ সময় তিনি শহরের বর্তমান ট্রাফিক ব্যবস্থা নিয়ে তার মতামত তুলে ধরেন।