শিরোনাম
ময়মনসিংহে "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত
ময়মনসিংহে "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় সিলভার ক্যাসেল রিসোর্ট, ময়মনসিংহে "দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনাব নাসিমুল গনি মহোদয়ের এর সভাপতিত্বে কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মহোদয়; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়; জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন মহোদয় ; বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, জনাব মোঃ মোখতার হোসেন মহোদয় ও রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ, জনাব ড. মো: আশরাফুর রহমান মহোদয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান মহোদয়। উক্ত কর্মশালায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।