Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত"
বিস্তারিত

রবিবার (১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ-এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের আগস্ট/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মো: আশরাফুর রহমান। 
ডিআইজি মহোদয় অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন। 
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ শরিফুর রহমান বিপিএম;  পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ নুরে আলম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ আজিজুর রহমান বিপিএম; পুলিশ সুপার, জামালপুর, জনাব কামরুজ্জামান বিপিএম; পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মোঃ ফয়েজ আহমেদ; পুলিশ সুপার, শেরপুর, জনাব মোঃ আমিনুল ইসলাম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জনাব জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর জনাব আব্দুল্লাহ আল মাহমুদ; পুলিশ সুপার, পিবিআই- ময়মনসিংহ, জনাব মোঃ রকিবুল আক্তার; পুলিশ সুপার, শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ, জনাব মোঃ মিজানুর রহমান; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন;  অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান সহ অত্রাফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার/ ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি, সকল সার্কেল অফিসার সহ  হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন;  সিআইডি, ময়মনসিংহের ইউনিট প্রধানগন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
15/09/2024
আর্কাইভ তারিখ
31/12/2024