[১২অক্টোবর ২০২৩ খ্রি.]
ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর/ ২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব দেবদাস ভট্টাচার্য্য,বিপিএম (অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
সেপ্টেম্বর/২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, জন- গ্রহণযোগ্যতা ও বিভিন্ন অভিযানিক সাফল্যের অভিন্ন মানদন্ড অনুযায়ী নির্ধারিত মাপকাঠিতে সর্বোচ্চ নম্বর পেয়ে রেঞ্জের 'শ্রেষ্ঠ জেলা' মনোনীত হয়েছে যৌথভাবে ময়মনসিংহ ও শেরপুর জেলা। উল্লিখিত দুই জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ এবং জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা, পুলিশ সুপার, শেরপুর মহোদয়গণ এই শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।
রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল' হিসেবে জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ময়মনসিংহ; 'শ্রেষ্ঠ থানা' হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম; 'শ্রেষ্ঠ এসআই' হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ; 'শ্রেষ্ঠ বিট অফিসার' হিসেবে ত্রিশাল থানার এসআই (নিঃ) আনিছুর রহমান সম্মাননা পুরস্কার লাভ করেন। এছাড়াও অপরাধ ট্রাইব্যুনাল-১, মিস কেস নং-১/১৯ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত (যুদ্ধাপরাধী) আসামী গ্রেফতারের জন্য সম্মানিত সভাপতি মহোদয় কর্তৃক 'বিশেষ পুরষ্কার' লাভ করেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ মাহফুজুর রহমান, এএসআই (নিঃ), বকশীগঞ্জ থানা, জামালপুর; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে মামুন ইবনে হেলাল, এএসআই (নিঃ) কলমাকান্দা থানা, নেত্রকোণা পুরস্কার প্রাপ্ত হন। বিশেষ পুরষ্কার লাভ করেন জনাব মোঃ আবু বকর সিদ্দিক, এসআই (নিঃ), গোয়েন্দা শাখা, শেরপুর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা; পুলিশ সুপার (অপারেশনস্) জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার); পুলিশ সুপার, ময়মনসিংহ জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা; পুলিশ সুপার জামালপুর জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম; পুলিশ সুপার শেরপুর জনাব মোনালিসা বেগম পিপিএম; কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা জনাব জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর জনাব মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদার; কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ; পুলিশ সুপার, শিল্প পুলিশ-৫, ময়মনসিংহ জনাব মোঃ মিজানুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোরশেদা খাতুন, রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগণ।