Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জ কর্তৃক যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত।
বিস্তারিত
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে সূর্যোদয়ের পর ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার) মহোদয়।
এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয়  সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) জনাব মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো: ইকরামুল হক টিটু, স্থানীয় সরকার বিভাগের পরিচালক জনাব ফরিদ আহামদ, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের জনগণ।
এরপর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত “ চেতনায় অম্লান” এ পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৮:০০ টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। 
এসময় অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি  শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা পিপিএম। এ সময় উপস্থিত অতিথিগণ জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
পরে জেলার পুলিশের একটি চৌকস  দল, ব্যাটেলিয়ন আনসার, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস সহ জেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের স্কাউট দল অভিবাদন মঞ্চে উপস্থিত অতিথিগণদের কুচকাওয়াজের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন এবং জেলার নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান তাদের শারীরিক কসরত উপস্থাপন করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের পক্ষ থেকে জাতীয় পতাকা নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করা হয়। বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং ময়মনসিংহ জেলা স্কুল স্কাউট দলকে এই পতাকা হস্তান্তর করা হয়। এ সময় ময়মনসিংহের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/12/2023
আর্কাইভ তারিখ
22/04/2024