শিরোনাম
"ময়মনসিংহ রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত”
বিস্তারিত
২২ মে ২০২৪ খ্রিঃ (বুধবার) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ দল ও নেত্রকোনা জেলা পুলিশ দল পরস্পর পরস্পরের মোকাবিলা করে। এই খেলায় ময়মনসিংহ জেলা ২-১ গোলে নেত্রকোনা জেলাকে হারিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজকের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।
প্রধান অতিথি মহোদয় তার বক্তৃতায় খেলাকে শরীরচর্চার অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করেন এবং আন্ত:জেলা সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির মাধ্যম হিসেবে চিহ্নিত করেন। তিনি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানিয়ে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, এবং সেরা গোলকিপার এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন এন্টি টেরোরিজম ইউনিট (ময়মনসিংহ ডিভিশন) এর অতিরিক্ত ডিআইজি, জনাব আসাদ চৌধুরী; রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফারুক হোসেন; পুলিশ সুপার, নেত্রকোনা, জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা সহ জেলা পুলিশ ময়মনসিংহ ও নেত্রকোনা’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।