১৬ ডিসেম্বর ২০২২ খ্রি. মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।ডিআইজি মহোদয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোন এর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিআইজি মহোদয় ময়মনসিংহ পুলিশ লাইনস্ এ অবস্থিত মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত চেতনায় অম্লান এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ, জনাব কাজী শাহ্ নেওয়াজ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্),রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ সহ অত্র রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস