মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৫খ্রি.) ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের মাননীয় হাইকমিশনার শিউনিন রশীদ
(হার এক্সিলেন্সি) । এসময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে জনাব আলি শাহ, ডেপুটি হাইকমিশনার; জনাব আহমেদ মাইশান, সেকেন্ড সেক্রেটারি; জনাব আরিফুল ইসলাম, প্রটোকল অফিসার মালদ্বীপ হাইকমিশন, বাংলাদেশ উপস্থিত ছিলেন। এসময় ডিআইজি মহোদয় মাননীয় হাইকমিশনার ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক প্রদান করেন।
সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।রেঞ্জ পুলিশের কার্যক্রম সম্পর্কে মাননীয় হাইকমিশনারকে বিস্তারিত ব্রিফ করেন রেঞ্জ ডিআইজি মহোদয়। এসময় সমসাময়িক বিভিন্ন বিষয় সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মালদ্বীপের শিক্ষার্থীদের স্কলারশিপ-এ এমবিবিএস ডিগ্রি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) , জনাব মোঃ আবুল কালাম আযাদ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ কাজী আখতার উল আলম বিপিএম সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস