শিরোনাম
ময়মসিংহ কোতয়ালী মডেল থানার উদ্যোগে থানার শিকারীকান্দায় ২৬ নম্বর বিটে বিট পুলিশিং সমাবেশ এবং গ্রাম-পুলিশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিস্তারিত
১৫/০১/২০২৩, বিকাল ১৫ঃ৩০ ঘটিকায় ময়মসিংহ কোতয়ালী মডেল থানার উদ্যোগে থানার শিকারীকান্দায় ২৬ নম্বর বিটে বিট পুলিশিং সমাবেশ এবং গ্রাম-পুলিশ ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ
মোস্তাফিজার রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত রেঞ্জ ডি আই জি মহোদয় বলেন যে, জনগনের দোড়গৌড়ায় পুলিশী সেবা পৌছে দেয়াই হলো বিট পুলিশিং। ছোটখাট সমস্যা সমাধানের জন্য থানায় আসার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট এলাকার বিট অফিসারের নেতৃত্বে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব। এতে সময় ও অর্থ দুইদিক থেকেই ক্ষতিগ্রস্থরা রক্ষা পাবেন। জনগণের সাথে পুলিশের আন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়া পরিবৃদ্ধির মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম আরো বেগবান হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে তা কার্যকরী ভূমিকা রাখবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিট পুলিশিং সমাবেশ সমাপ্ত হয়।