শিরোনাম
শেরপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত "জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" এর শুভ উদ্বোধন।
বিস্তারিত
[১৫ মার্চ ২০২৩খ্রিঃ ]
বুধবার (১৫ মার্চ) বেলা ০২.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে জেলা পুলিশ শেরপুর কর্তৃক আয়োজিত "জয় বাংলা" টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার শেরপুর মহোদয়।
ডিআইজি মহোদয়কে শেরপুর জেলায় আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম, শেরপুরে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা, বেলুন-ফেস্টুন উড়িয়ে "জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩" এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু'র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, যুব সমাজকে খারাপ নেশা থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন সকল উপজেলা চেয়ারম্যান,; পৌরসভার মেয়র; স্থানীয় জনপ্রতিনিধি; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।