শিরোনাম
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আয়োজন ও ফুলেল শুভেচ্ছা প্রদান
বিস্তারিত
(১৪ নভেম্বর ২০২৩) সকালে রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের সভাকক্ষে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, মহোদয়।
এ সময় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ
হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নেত্রকোণা ; জনাব রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ; জনাব মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), নেত্রকোণা; জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ; জনাব মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) ময়মনসিংহ এবং জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), শেরপুরগণকে ডিআইজি মহোদয় র্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সহধর্মিণীগণ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে ডিআইজি মহোদয় বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বীকৃতিস্বরূপ পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে যে কোন চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হবেন। রেঞ্জ ডিআইজি মহোদয় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের প্রতি আহবান জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা সহ ময়মনসিংহ রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।