‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই।এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার “কমিউনিটি পুলিশিং ডে”পালিত হয়ে আসছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো ময়মনসিংহ রেঞ্জেও শনিবার ২৯ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে -২০২২” উপলক্ষে র্যালী ও পুলিশ লাইন, ময়মনসিংহ, ড্রিলশেডে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস মহোদয়, জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ , উক্ত আলোচনা সভার স্বাগত বক্তব্য প্রদান করেণ জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস