শিরোনাম
“বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৪ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত”
বিস্তারিত
[২২ মার্চ,২০২৪ খ্রি]
স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে চলছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৪ এর কার্যক্রম। ২২ মার্চ ২০২৪খ্রি. ময়মনসিংহ রেঞ্জাধীন ০৪ জেলার শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ( ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন) মুকুল
নিকেতন উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম(বার), পিপিএম- মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষা পরিচালিত হয়েছে।এসময় তিনি পরীক্ষার কেন্দ্র ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের পরীক্ষা পর্যবেক্ষক টিম সহ নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আগামীকাল শনিবার (২৩ মার্চ,২০২৪ খ্রি.) একই ভেন্যুতে সকাল ৯.০০-১২.০০ পর্যন্ত সাধারণ জ্ঞান ও গনিত এবং ১৪.০০-১৫.০০ পর্যন্ত মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে।