Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪”
বিস্তারিত


জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।আজ বুধবার (২৯ মে ২০২৪ খ্রি.) সারাদেশের ন্যায় ময়মনসিংহে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার তত্ত্বাবধানে এবং সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড মোমেনশাহী সেনানিবাস এর আয়োজনে জয়নুল আবেদীন পার্ক, ময়মনসিংহে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪।এবছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “Fit for the Future, Building Better Together”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মহোদয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।
অনুষ্ঠানে ময়মনসিংহস্থ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ জেলা প্রশাসন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহীর শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস্, রেড ক্রিসেন্ট, ইউএনডিপি'র প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ ২৯ মে ২০২৪ খ্রি. সকাল ৭:০০ টায় জয়নুল আবেদীন পার্কস্থ বৈশাখী মঞ্চ হতে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মোহনা মোড় হয়ে আবার বৈশাখী মঞ্চে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপরেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিহত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে- শান্তি মিশনে বাংলাদেশের ৩৬ তম বর্ষপূর্তিতে শান্তিরক্ষীদের বিশ্ব শান্তি রক্ষায় তাদের আত্মত্যাগ ও অমূল্য অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।


ডাউনলোড
প্রকাশের তারিখ
29/05/2024
আর্কাইভ তারিখ
24/10/2024