বুধবার ০১ মে ২০২৪খ্রি. মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে ‘পহেলা মে’ কে মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং সরকারী ছুটি ঘোষণা করেন। এরপর থেকে বাংলাদেশে সারা বিশ্বের ন্যয় জাতীয় ভাবে মহান মে দিবস পালিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় দিবসটির এবারের নির্ধারিত প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ কে সামনে রেখে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে শুরু হয়ে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয় তার বক্তব্যে বলেন- আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে উৎকর্ষ সাধিত হয়েছে মানব সভ্যতার।মানবাধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্মনিবেদন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শ্রমজীবী মানুষের ভূমিকা অনন্য। বঙ্গবন্ধুর আহবানে এদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
ডিআইজি মহোদয় আরও বলেন- জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে দেশে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নানাবিধ কার্যক্রমের বাস্তবায়ন হচ্ছে। মে দিবসের চেতনায় দেশের শ্রমিক-মালিক ঐক্য জোরদার করে শ্রমজীবী মানুষের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তথা উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো; এটাই হোক মে দিবসের অঙ্গীকার।
আলোচনা সভায় জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ; অধ্যাপক জনাব গোলাম ফেরদৌস জিলু, সহ-সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ; বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মমতাজ উদ্দিন, সভাপতি, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি; জনাব মোঃ মাহবুবুর রহমান, মহাসচিব, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি।
এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন শ্রমিক ফেডারেশন ও কল-কারখানা মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস