“ময়মনসিংহ বিভাগীয় পুরোহিত ও সেবাইত সম্মেলন-২০২৪ এ রেঞ্জ ডিআইজি মহোদয়ের অংশগ্রহণ ”
শনিবার (২৭ এপ্রিল, ২০২৪ খ্রি.) তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল, ময়মনসিংহে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়), হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পুরোহিত ও সেবাইত সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম মহোদয় সম্মেলনে আগত পুরোহিত ও সেবাইতদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মানময়ী মন্ত্রী, জনাব মোঃ ফরিদুল হক খান এমপি। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর শিখা চক্রবর্তী, প্রকল্প পরিচালক, এস.আর.এস.সি.পি.এস প্রকল্প (২য় পর্যায়), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ; জনাব মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ; জনাব মোঃ এহতেশামুল আলম, সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ; শ্রী সুব্রত পাল, ভাইস চেয়ারম্যান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট; ড. কৃষ্ণেন্দু কুমার পাল, সচিব, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ।
সম্মেলনে ময়মনসিংহ বিভাগের চার জেলা- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুরোহিত ও সেবাইতগন অংশগ্রহণ করেন।
এর আগে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় কে সার্কিট হাউস, ময়মনসিংহে জেলা পুলিশ, ময়মনসিংহের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস