রবিবার (০৭ এপ্রিল, ২০২৪ খ্রি.) জামালপুর জেলা পুলিশ অফিস বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার),পিপিএম মহোদয়।
পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, জামালপুর প্রাঙ্গণে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার সুযোগ্য পুলিশ সুপার
জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে "গার্ড অব অনার" প্রদান করেন।
পরবর্তীতে রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টার, দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা পূর্বক সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এর আগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করে পবিত্র ঈদুল ফিতর, পহেলা বৈশাখ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব মো: ফারুক আহমেদ,স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ,ময়মনসিংহ সহ জেলা পুলিশ, জামালপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ লাইনস্, জামালপুরে উপস্থিত হয়ে জেলা পুলিশ, জামালপুর ও পুনাক জামালপুরের উদ্যোগে “জনতার পুলিশ স্টোর” এর উদ্বোধন করেন। এসময় জামালপুর জেলার হতদরিদ্র, ছিন্নমূল, অসহায় ও নিম্নবিত্ত পরিবার গুলোর মধ্যে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ‘দুই টাকায় ঈদ সামগ্রী’ প্যাকেজের আওতায়- শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা, তেল, আলু, গুড়া দুধ, সেমাই, চিনি ও চাল তিন শতাধিক পরিবারকে মাত্র ২ টাকায় সরবরাহ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক জামালপুর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর, জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম; পুনাক জামালপুরের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।