শিরোনাম
“ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনারে রেঞ্জ ডিআইজি মহোদয়”
বিস্তারিত
মঙ্গলবার (২৮ মে ২০২৪ খ্রি.) ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কনফারেন্স রুমে উক্ত কলেজের জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন সেল এর আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ (National Integrity Strategy -NIS) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যাপক জনাব মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ (অতি. দায়িত্ব), ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার),
পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
ডিআইজি মহোদয় জাতীয় শুদ্ধাচার কৌশলের লক্ষ্য, উদ্দেশ্যে ও প্রয়োগের বিষয়ে বিস্তর বক্তব্য দেন। জাতীয় শুদ্ধাচার কৌশল জাতীয় ও পেশাগত জীবনে কিভাবে গুরুত্ব বহন করছে, সে বিষয়ে বিস্তারিতভাবে ধারনা প্রদান করেন।
এর আগে ডিআইজি মহোদয় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হলে অধ্যক্ষ মহোদয়ের এর নেতৃত্বে সকল শিক্ষকমন্ডলী ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচছা জানান।