রবিবার (০৬ অক্টোবর ২০২৪) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ ময়মনসিংহে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় সরকারি দফতরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. আশরাফুর রহমান উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সার্বিক কার্যক্রম, আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা রক্ষা এবং রেঞ্জাধীন ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ী, ঝিনাইগাতী থানায় আকস্মিক বন্যায় পুলিশি তৎপরতা সম্পর্কে মাননীয় উপদেষ্টা মহোদয়কে অবহিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস