শিরোনাম
“সিডিএমএস ও অনলাইন জিডি'র কার্যকর ও মানসম্মত ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ”
বিস্তারিত
সোমবার (১০ জুন ২০২৪ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক সিডিএমএস ও অনলাইন জিডি'র কার্যকর ও মানসম্মত ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা'র আয়োজন করা হয়। জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের
সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। ডিআইজি মহোদয় তার আলোচনায় সিডিএমএস ও অনলাইন জিডি'র মাঠ পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস এবং মনিটরিং এর ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও উক্ত কর্মশালায় বিজ্ঞানভিত্তিক তদন্তে সিডিএমএস ও সিডিএমএস++ এর ব্যবহার এবং কার্যক্রম তদারকি সম্পর্কে জনাব মোঃ শাহ আলম, ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোরশেদা খাতুন সহ রেঞ্জাধীন সকল সার্কেল অফিসারগন ও ২০ টি থানার অফিসার ইনচার্জগন ।