Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mr. Dr. Md. Ashrafur Rahman, Honorable Range DIG, Mymensingh visited Netrakona District on 22 September 2024. During the visit, he was accorded a guard of honor by a well-armed police team when he arrived at Circuit House, Netrakona at 10 am.
Details

এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। 
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ইতোমধ্যে ময়মনসিংহ রেঞ্জের সকল থানায় নতুন অফিসার ইনচার্জ ও সাব-ইন্সপেক্টর পদায়ন করা হয়েছে, তারা খুব শীগ্রই পুরো উদ্যমে কাজ শুরু করবে; জনগণের কাছে আস্থা ফেরাতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন সম্মানিত  ডিআইজি মহোদয়। এসময় নেত্রকোনা জেলার নবাগত পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম বর্তমান প্রেক্ষাপটে জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে গণমাধ্যমসহ সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও জনতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে নিরাপদ ও নান্দনিক নেত্রকোনা গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
এরপর ডিআইজি মহোদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন। আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে নতুন বাংলাদেশের অভ্যুদয়ে সমন্বয়ক ও সাধারণ ছাত্র জনতার অবিস্মরণীয় ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। জেলার বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান। 
এরপর তিনি জেলার পূজা উৎযাপন কমিটি/ পুরোহিত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। 
ডিআইজি মহোদয়  দুপুরে নেত্রকোনা পুলিশ লাইন্স-এ আগমন করেন এবং পুলিশ লাইন্স এর ডাইনিং হলে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের নিয়ে একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে এ সময় তিনি সকলের সাথে কথা বলেন এবং দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় নেত্রকোণা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম; বিদায়ী পুলিশ সুপার  জনাব মোঃ ফয়েজ আহমেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ লুৎফর রহমান; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব এস. এম. আসিফ আল হাসান সহ নেত্রকোণা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত ডিআইজি মহোদয়ের বক্তব্যের শুরুতে  ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্যবিরোধী চেতনায় উদ্ভূত হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে নেত্রকোণাবাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান। 
রেঞ্জ ডিআইজি মহোদয়ের অনুপ্রেরণামূলক বক্তব্যে নেত্রকোণা জেলার সর্বস্তরের অফিসার্স ফোর্সেস উদ্বুদ্ধ হন এবং নব চেতনায়  বলীয়ান হয়ে কাজে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই সফরে সময়োপযোগী দিকনির্দেশনার জন্য জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্য ও জনতার মধ্যে দূরত্ব ঘুচবে এবং জনগণ পুলিশের প্রতি আস্থা ফিরে পাবে বলে আমরা আশা করি।

Images
Attachments
Publish Date
22/09/2024
Archieve Date
28/02/2025