Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mr. Dr. Md. Ashrafur Rahman Honorable Range DIG, Mymensingh visited Sherpur District on 01 October 2024. During his visit, he was given a guard of honor on his arrival at Police Lines, Sherpur. Earlier, Superintendent of Police, Sherpur Mr. Md. Aminul Isl
Details
জনাব ড. মোঃ আশরাফুর রহমান সম্মানিত রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ ০১ অক্টোবর ২০২৪ শেরপুর জেলা সফর করেন। সফরকালে তিনি সকাল ১০.৪০ টায় পুলিশ লাইনস্, শেরপুরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে পুলিশ সুপার, শেরপুর জনাব মোঃ আমিনুল ইসলাম ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। 
শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ :
তিনি  প্রধান অতিথি হিসেবে পুলিশ লাইনস্, শেরপুরের মাল্টিপারপাস শেডে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এতে শেরপুর জেলার সকল দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ডিআইজি মহোদয়কে তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার, শেরপুর মহোদয়। পুলিশ সুপার তার বক্তব্যে শেরপুরের দুর্গোৎসব কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রদান ও এসংক্রান্তে গৃহীত পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে ডিআইজি মহোদয় আগত সুধী সমাবেশকে আশ্বস্ত  করে বলেন এবারের দুর্গাপূজাকে নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রয়োজনীয় সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সকলের সহযোগিতায় তা প্রয়োগ করা হবে। এরপর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে জরুরী মূহুর্তে পুলিশি সেবা প্রাপ্তির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের প্রয়োজনীয় মোবাইল নম্বর সংবলিত পিভিসি প্রিন্টেড ব্যানার বিতরন করেন। এসময় আইএসটিসি, শেরপুরের কমান্ডেন্ট (পুলিশ সুপার), জনাব আব্দুল্লাহ আল মাহমুদ; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ খোরশেদ আলম [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত]; সহকারী পুলিশ সুপার( নালিতাবাড়ী সার্কেল),জনাব মোঃ দিদারুল ইসলাম;সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), জনাব এস. এম. আসিফ আল হাসান সহ শেরপুর জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 
নালিতাবাড়ী থানা পরিদর্শন:
ডিআইজি মহোদয় নালিতাবাড়ী থানা পরিদর্শন করেন। নালিতাবাড়ী থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ, নালিতাবাড়ী থানার নেতৃত্বে সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি থানা কম্পাউন্ড, সার্ভিস ডেলিভারি সেন্টার, নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, হাজত খানা, মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন। থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এরপর তিনি থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তিনি তার বক্তব্যে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ প্রদান করেন। বৈষম্যবিরোধী চেতনায় উদ্ভূত হয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পুলিশ কার্যকর ভূমিকা রাখবে। এ লক্ষ্যে তিনি সকল পুলিশ সদস্যকে ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেন। সকল জড়তা দূর করে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে শেরপুরবাসী তথা নালিতাবাড়ী বাসীর সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।
Attachments
Publish Date
01/10/2024
Archieve Date
28/02/2025