Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Range DIG Sir at the Inaugural Ceremony of Five Days 'Police Management Course'"
Details

রবিবার (২২ সেপ্টেম্বর,২০২৪ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ (পাঁচ) দিন মেয়াদী 'থানা ব্যবস্থাপনা বিষয়ক কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান  মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে সুষ্ঠু ভাবে থানা ব্যবস্থাপনায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।
পরে রেঞ্জ ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের  উদ্দেশ্যে থানা ব্যবস্থাপনা, ডিএসবি এর কাজ ও রেজিস্টার রক্ষণাবেক্ষণ, ক্রিমিনাল ইন্টেলিজেন্স  সংক্রান্ত  সেশন (ক্লাস) পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার, আইএসটিসি, ময়মনসিংহ;  জনাব এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

Images
Attachments
Publish Date
22/09/2024
Archieve Date
28/02/2025