Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Farewell reception given to the Honorable DIG and Additional DIG of Mymensingh Range on the occasion of their departure due to transfer
Details
রবিবার (২৩ মার্চ, ২০২৫ খ্রি.) ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আবুল কালাম আযাদ মহোদয় দ্বয়ের ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা ও অতিরিক্ত ডিআইজি, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-০১, মোহাম্মদপুর, ঢাকাতে বদলী হওয়ায় বদলীজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এসময় ডিআইজি মহোদয় ৫ ই আগস্ট পরবর্তী সময়ে তার দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ রেঞ্জ পুলিশকে পেশাদারিত্বের সাথে তার কর্মক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসতে এবং থানাগুলোকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্র রেঞ্জের পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের  উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্), জনাব মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক,০২ এপিবিএন, মুক্তাগাছা, জনাব মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক, র‍্যাব-১৪, জনাব মোঃ নয়মুল হাসান; পুলিশ সুপার (অপারেশনস্)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ, জনাব রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; কমান্ডেন্ট,(পুলিশ সুপার),আইএসটিসি,জামালপুর, জনাব মোঃ মিলন মাহমুদ [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম; পুলিশ সুপার, নেত্রকোণা জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, জনাব মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),শেরপুর, জনাব মোঃ আবদুল করিম; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।
Image
Images
Attachments
Publish Date
23/03/2025
Archieve Date
31/10/2025