Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Joining of newly appointed DIG Mr. Dr. Md. Ashrafur Rahman in Mymensingh Range"
Details
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.) জনাব ড. মোঃ আশরাফুর রহমান ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি হিসেবে যোগদান করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম- সেবা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), জনাব মোহাম্মদ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ আজিজুর রহমান বিপিএম ; পুলিশ সুপার, শেরপুর, জনাব আকরামুল হোসেন পিপিএম;  কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি, ময়মনসিংহ, জনাব খালিদ বিন নুর; অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, মোহাম্মদ রায়হানুল ইসলাম; অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, জনাব মোঃ শামীম হোসেন; অতিঃ পুলিশ সুপার (ডিএসবি)[পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত], ময়মনসিংহ, জনাব ফাল্গুনী নন্দী; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ,  জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোঃ মেজবাহ উদ্দিন;  সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি) জনাব এস. এম. আসিফ আল হাসান; সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ, তাহমিনা আক্তার সহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা সদ্য যোগদানকৃত সম্মানিত ডিআইজি মহোদয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
Attachments
Publish Date
05/09/2024
Archieve Date
28/02/2025