Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
"Mymensingh District Police Reserve Office Annual Inspection Mr. DIG"
Details

সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.) নির্ধারিত সফরসূচি অনুযায়ী ময়মনসিংহ জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনের নিমিত্তে ময়মনসিংহ পুলিশ লাইনস্-এ গমন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান। এসময় তিনি, এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট, পতাকাবাহী দল ও পুলিশের  ঐতিহ্যবাহী বাদক দলের সুশৃংখল- মনমুগ্ধকর পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন ডিআইজি মহোদয়।

পরিদর্শনকালে ডিআইজি মহোদয়, প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং প্যারেড দক্ষতা মূল্যায়ণ করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি পরিদর্শনান্তে কুচকাওয়াজের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে ডিআইজি মহোদয় সরেজমিনে রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব কাজী আখতার উল আলম সহ জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
27/02/2025
Archieve Date
28/08/2025