Title
“Annual visit to Netrakona District Police Office by DIG Mymensingh Range”
Details
রবিবার (২৬ মে ২০২৪ খ্রি.) নেত্রকোণা জেলার পুলিশ অফিস ও সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
প্রথমে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ ডিআইজি মহোদয়কে থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ পিপিএম-সেবা ও জনাব জান্নাত আফরোজ, কমান্ডেন্ট, ইন সার্ভিস ট্রেনিং
সেন্টার,নেত্রকোণা।
পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়-কে "গার্ড অব অনার" প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষাঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এর আগে ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সকল অফিসারদের সাথে এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব মোঃ সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব সুমন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার, বারহাট্টা সার্কেল; জনাব মোঃ আক্কাছ আলী, সহকারী পুলিশ সুপার,দুর্গাপুর সার্কেল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।